টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক

  24-07-2021 06:17PM

পিএনএস ডেস্ক: চলমান টোকিও অলিম্পিকে ভারোত্তোলন থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মীরাবাই চানু। শনিবার (২৪ জুলাই) ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রৌপ্যপদক জিতেন চানু।

এদিকে এই ইভেন্টে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন চীনের হাউ ঝিউ। ২১০ কিলোগ্রাম ওজন তোলেন চীনের এই ভারোত্তোলক। আর ভারতের মীরাবাই তুলেন ২০২ কিলোগ্রাম। অপরদিকে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ ১৯৪ কিলোগ্রাম ওজন তুলে জিতেন ব্রোঞ্জপদক।

এদিকে চলমান টোকিও অলিম্পিকে প্রথম পদকজয়ে গোটা ভারতে বইছে আনন্দের বন্যা। মীরাবাইকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শচীন টেন্ডুলকার।

টুইটারে তাকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী লিখেন, এর চেয়ে বেশি আনন্দের কিছু হতেই পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। তাকে শুভেচ্ছা ভারোত্তোলনে রূপা জেতার জন্য। তার সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।

ভেড়িফাইড ফেসবুক পেজে শচীন লিখেন, ‘মীরাবাই চানু! দারুণ এক ভারোত্তোলনের প্রদর্শনী দেখিয়েছেন। চোটের পর যেভাবে নিজেকে বদলে দিয়েছেন, আর এভাবে রূপা জিতেছেন তা সত্যিই অসাধারণ। আপনি ভারতকে গর্ব করার মতো উপলক্ষ এনে দিয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন