টোকিও অলিম্পিকে কোয়ালিফিকেশন রাউন্ডেই বাকির হার

  25-07-2021 01:52PM


পিএনএস ডেস্ক: টোকিও অলিম্পিকের শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি।

তিনি ৬১৯.৮ স্কোর করে ৪৭ জন প্রতিযোগীর মধ্যে ৪১ তম হয়েছেন। মোট ৬ সিরিজে ৬০ শ্যুটে বাকির গড় স্কোর ১০.৩৩।

২০১৬ সালে রিও অলিম্পিকে বাকি কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২১.২ স্কোর করে ৫০ প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ২৫তম।

টোকিও অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছেন ইরানের জাভেদ ফারোঘি। ২৪৪.৮ স্কোর গড়ে সোনা জিতেন। ২৩৭.৯ স্কোর করে রুপা জিতেন সার্বিয়ার দামির মিকেচ। ব্রোঞ্জ পেয়েছেন চিনের পেং উই।

নারীদের ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে স্বর্ণপদক পেয়েছেন রাশিয়ার অলিম্পিক কমিটির ভিতালিনা বাটসারাশকিনা। রৌপ্যপদক পেয়েছেন বুলগেরিয়ার অ্যানতোয়ানেতা কোসতাদিনোভা। চীনের জিয়াং রানজিন পেয়েছে ব্রোঞ্জ পদক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন