বাংলাদেশে সাফ ফুটবল ২০১৭ সালের ডিসেম্বরে

  25-08-2016 11:06PM


পিএনএস: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর বাংলাদেশে হওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছিল। বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের কংগ্রেস সভার পর জানানো হলো, টুর্নামেন্টটি শুরু হবে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর।

এ নিয়ে তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল বাংলাদেশ।

প্রথমবার সাফের আয়োজন করে মালদ্বীপকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আর ২০০৯ সালে সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল মামুনুলরা।


বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয় ২০১৭ সালের ২৫ ডিসেম্বর শুরু হয়ে ২০১৮ সালের ৫ জানুয়ারি শেষ হবে উপমহাদেশের মর্যাদার এই ফুটবল আসর।



পিএনএস/ বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন