সিনিয়র ক্রিকেটারদের ওপর নাখোশ নাজমুল

  30-09-2016 07:46AM


পিএনএস: সফরকারী আফগানিস্তানের বিরুদ্ধে হার কিছুতেই মানতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নন টেস্ট প্লেয়িং একটি দেশের বিরুদ্ধে টাইগারদের সহজেই জেতা উচিত ছিল বলে মনে করেন তিনি। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ-চাইনিজ তাইপের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ শেষে এ কথা বলেন বিসিবি’র এ বড়কর্তা। শততম ওয়ানডে ও সিরিজ জয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের হারে কিছুটা বিমর্ষ নাজমুল হাসান পাপন। তামিম-সাকিব-মুশফিকদের পারফরম্যান্স তার মনে ধরেনি। নিজেদের চেয়ে খর্ব শক্তির একটি দলের বিরুদ্ধে এমন হারে কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যে কোনো বিচারে আফগানদের বিরুদ্ধে আমরা এগিয়ে। তাই এমন হার কোনো ভাবেই মেনে নেয়া যায় না। একটা সময় স্কোর ২০০ নিচে হওয়ার উপক্রম হয়েছিল। সেখান থেকে অভিসিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত দেখিয়ে দিয়েছেন কিভাবে খেলতে হয়। দলের অভিজ্ঞদের ওপরই বেশি দায়িত্ব ছিল। কিন্তু তারাই ফেল করেছেন। দায়িত্বহীন ব্যাটিং করেছেন। সিনিয়র ক্রিকেটারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ আফগানিস্তানের বিরুদ্ধে এ হারে র্যা ঙ্কিংয়ে কোনো প্রভাব পড়বে না বলেও জানালেন পাপন। তবে বড় দলের বিপক্ষে খেলার আগে মাশরাফিদের এই পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে বিসিবি কর্তাকে। উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে সাত রানে জিতলেই দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।


পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন