ফ্রি খেলুন সলিটায়ার গেম

  25-11-2016 10:34PM

পিএনএস: সলিটায়ার গেমমাইক্রোসফটের জনপ্রিয় সলিটায়ার গেম আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ফোন ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত করে দিচ্ছে মাইক্রোসফট। উইন্ডোজ প্ল্যাটফর্ম ছেড়ে ২৫ বছরের মধ্যে এই প্রথম অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য এটি ছাড়ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে বলেছে, সলিটায়ার গেমটির আরও বেশি ব্যবহারকারী বাড়াতে তারা এটি বিনা মূল্যে অ্যান্ড্রয়েড ও আইওএসে আনছে। উইন্ডোজ ৮ ও ১০ এ ১১ কোটি ৯০ লাখ ব্যবহারকারী এ গেমটি খেলেন।

অবশ্য গেমটির বিজ্ঞাপনমুক্ত একটি প্রিমিয়াম সংস্করণও উন্মুক্ত করছে মাইক্রোসফট। এর জন্য ১ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ হবে।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, মাইক্রোসফট এখন মোবাইল প্ল্যাটফর্মকে অধিক গুরুত্ব দেবে।

বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েড অন্যান্য সলিটায়ার গেম আছে। তবে মাইক্রোসফটের দাবি, বিশ্বের সেরা সলিটায়ার গেম তাদেরই তৈরি। কারণ উইন্ডোজে এটি সবচেয়ে বেশি খেলা হয়।

অ্যাপ স্টোর ও প্লেস্টোর থেকে এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। তথ্যসূত্র: আইএএনএস।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন