কেন? জাপানি স্মার্টফোন ওয়াটারপ্রুফ!

  28-11-2016 04:15PM

পিএনএস: আপনার ফোন কী ওয়াটারপ্রুফ? উত্তরে হয়তো অনেকেই ‘না’ বলবেন। সুতরাং এটা জেনে অবাক হবেন যে, জাপানে ৯০ শতাংশ ফোন ওয়াটারপ্রুফ। জাপানের প্রায় সব মোবাইল ওয়াটারপ্রুফ হওয়ার চমকপ্রদ কারণ রয়েছে।

জাপানের মানুষ গোসল এবং সাঁতারের সময় ফোন ব্যবহার করে থাকে। গত এক দশকেরও বেশি সময় ধরে তারা এমনটাই করে আসছে। গোসলের সময়ও ফোন ব্যবহারের অভ্যাসের ফলে জাপানে আগে এক তৃতীয়াংশ ফোন পানি লেগে ড্যামেজ হতো।

জাপানের বাজারের জন্য মোবাইল নির্মাতা সংস্থাগুলো তাই বরাবরই ওয়াটারপ্রুফ সুবিধার স্মার্টফোন তৈরি করে থাকে, কারণ বিশেষ করে জাপানের নারীরা গোসলের সময়ও ফোন ব্যবহার করে থাকে। ইউজাদের প্রত্যাশা পূরণে তাই জাপানে প্রায় সব ফোন ওয়াটারপ্রুফ সুবিধার। এমনকি কোরিয়ার সংস্থা এলজি যারা বিশ্ববাজারে ওয়াটারপ্রুফ স্মার্টফোন তৈরি করে না এবং তৈরির পরিকল্পনাও নেই, তারাও শুধু জাপানের জন্য ওয়াটারপ্রুফ স্মার্টফোন তৈরি করে।

ওয়াটারপ্রুফ না হওয়ায় এলজি তাদের এ বছরের সবচেয়ে আলোচিত স্মার্টফোন জি5 জাপানের বাজারে নিয়ে আসেনি। জি5 হচ্ছে, মডিউলার স্মার্টফোন অর্থাৎ এই স্মার্টফোনের বিভিন্ন অংশ ইচ্ছেমতো খুলে পরিবর্তন করা যায়। এলজির গ্লোবাল কমিউনিকেশন ডিরেক্টর কেন হং বলেন, ‘জাপানের ফোনের ব্যাটারি অপসারণের সুবিধার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফোনে ওয়াটারপ্রুফ সুবিধা।’

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন