মোবাইল ও সামাজিক বাজারজাতকরণে শীর্ষ ৫ খুচরা প্রবণতা

  30-11-2016 10:51AM


পিএনএস ডেস্ক: স্মার্টফোনের প্রবৃদ্ধি এবং সামাজিক গণমাধ্যম ব্যবহার খুচরা বাজারের সব ধরনের প্রবণতার ভিত্তি নতুন করে স্থাপন করছে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং খুচরা বিক্রির মধ্যে ক্রমাগতভাবে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করছে।

আর এই মোবাইল ও সামাজিক বাজারজাতকরণে যে শীর্ষ ৫ খুচরা প্রবণতা অবশ্যই জানতে হবে সেগুলো হলো:

১. স্মার্টফোনগুলো ইতিমধ্যেই খুচরা বিক্রেতাদের নেতৃস্থানীয় ভোক্তা স্পর্শ বিন্দুতে পরিণত হয়েছে।

২. শপিং অ্যাপ ব্যবহার বেড়ে যাওয়া প্রত্যাশা করুন

৩. বাতিঘর অবশেষে চুড়ান্তভাবে মূলধারায় আসছে এই ছুটির মৌসুমে

৪. ফেসবুক সামাজিক বাণিজ্য কার্যকলাপ চালাচ্ছে

৫. মূলধারার গণমাধ্যম এবং তারকারা অ্যাফিলিয়েট মার্কেটিংকে পুনরায় জনপ্রিয় করছে।

সূত্র: বিজনেস ইনসাইডার

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন