ড্রোন ধরতে ড্রোনগান

  04-12-2016 02:42PM

পিএনএস ডেস্ক: সারা পৃথিবীতে যত প্রযুক্তি পণ্য উদ্ভাবিত হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো ড্রোন। চলতি বছরে নতুন নতুন ড্রোন আবিষ্কার এবং এটি সামলানোর জন্য চলছে বিস্তর গবেষণা। বিশেষ করে ড্রোনের নিয়ন্ত্রণ এবং অবৈধ ড্রোন ঠেকানোর জন্য বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা।

ড্রোন ধরতে সম্প্রতি আবিষ্কৃত হলো নতুন প্রযুক্তি। এই প্রযুক্তিতে আকাশে উড্ডয়মান ড্রোন মাটিতে নামিয়ে আনা যাবে। কিন্তু পুরোপুরি ধ্বংস করা যাবে না। এ মেশিনটির নাম ‘ড্রোন গান’। এটি তৈরি করেছে ড্রোন শিল্ড নামের একটি প্রতিষ্ঠান। যন্ত্রটি দিয়ে প্রায় ১.২ মাইল দূরেরর ড্রোনও মাটিতে নামিয়ে আনা যাবে। এই যন্ত্রে আছে রাডার, ইলেক্টো অপটিক্যাল ক্যামেরা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন