ফেসবুক মেসেঞ্জারে গেম খেলা!

  05-12-2016 06:49AM


পিএনএস ডেস্ক : ইনস্ট্যান্ট চ্যাটিংয়ের অ্যাপ হিসেবে জনপ্রিয় ফেসবুক ম্যাসেঞ্জার। চ্যাটিং ছাড়াও ব্যবহারকারীদের আরো বেশি সময় ধরে রাখতে ডকুমেন্ট শেয়ারিং, ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং, ভয়েস কল, ভিডিও কল সুবিধার রয়েছে জনপ্রিয় এই অ্যাপটিতে।

বর্তমানে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত সেরা ৩টি অ্যাপের মধ্যে একটি হচ্ছে, ফেসবুক মেসেঞ্জার। উপরোক্ত সুবিধাগুলোর পাশাপাশি ফেসবুক মেসেঞ্জারে ইনস্ট্যান্ট গেম ফিচার যুক্ত করেছে ফেসবুক।

নতুন এই ফিচারের ফলে চ্যাটিং ছাড়াও প্যাক-ম্যান, স্পেস ইনভার্ডাস, এন্ডলেস লেক, জুকিপার, শাফল ক্যাটস মিনি সহ মোট ১৭টি গেম খেলা যাবে। চাইলে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে খেলা যাবে এবং কে কত স্কোর করেছে তা দেখা যাবে। চ্যাটিংয়ের সময় গেম আইকনের ওপর ক্লিক করে পছন্দনীয় গেম নির্বাচন করে এ সুবিধা উপভোগ করা যাবে।

বর্তমানে ৩০টি দেশে ফেসবুক মেসেঞ্জারে ইনস্ট্যান্ট গেমিং ফিচার করা হয়েছে। আইওএস বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। দ্রুত বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে এই সুবিধা বলে জানিয়েছে ফেসবুক।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন