গুগল ম্যাপকে টেক্কা দিতে ড্রোন আনছে অ্যাপল

  06-12-2016 08:17PM

পিএনএস: সার্চ জায়ান্ট গুগলের ম্যাপের সঙ্গে পাল্লা দিতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে অ্যাপল। এজন্য অ্যাপল একটি টিম গঠন করেছে, যাদের কাজ হবে ড্রোন ব্যবহারের মাধ্যমে ম্যাপ থেকে ডাটা ক্যাপচার করে ব্যবহারকারীদের কাছে আপডেট পাঠানো।

গুগল এবং অ্যাপল উভয় প্রতিষ্ঠানই ম্যাপিংয়ের কাজে ক্যামেরা দিয়ে সজ্জিত গাড়ি ও ভ্যান ব্যবহার করে থাকে। কিন্তু ড্রোন ব্যবহারে রাস্তা পরীক্ষা-নিরীক্ষা, রাস্তার চিহ্ন, নির্মাণ এলাকা আরো নিরীক্ষণ করার সুবিধা পাবে অ্যাপল। আর এজন্য অ্যাপল সিয়াটলে তাদের নিজেদের ড্রোন চালানোর সাহায্যের জন্য অ্যামাজন এয়ার বিভাগ থেকে একজন কর্মচারী নিয়োগ দিয়েছে বলে জানা গেছে।

এদিকে, ড্রোন উদ্যোগের পাশাপাশি কার নেভিগেশন উন্নত করতে এবং ম্যাপ অ্যাপকে আরও উন্নত করতেও কাজ করছে অ্যাপল।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের ইনডোর ম্যাপিং ভিউ আইফোন ব্যবহারকারীদের জাদুঘর এবং বিমানবন্দরে নেভিগেট করার সুবিধা দেবে। এছাড়াও অ্যাপল ম্যাপে আরও উন্নত ফিচার যুক্ত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর বাইরেও ২০১৭ সালে ফিচার ও ড্রোন উভয় আপডেট একসঙ্গে চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন