নতুন কি-বোর্ড অ্যান্ড্রয়েডে

  19-12-2016 04:31AM

পিএনএস ডেস্ক : গুগল অ্যান্ড্রয়েড ফোনে টাইপিং এ নতুনত্ব আনতে ব্যবস্থা নিয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে আরো উন্নত সার্চ সুবিধার কি-বোর্ড প্রকাশ করেছে আইটি জায়েন্ট গুগল। আগেই আইওএস প্ল্যাটফর্মে ‘জি-বোর্ড’ নামের এই কি-বোর্ড উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।
সম্প্রতি গুগল অ্যান্ড্রয়েড ফোনে গুগল কি-বোর্ড অ্যাপটির পরিবর্তে জি-বোর্ড অ্যাপটি ডাউনলোডের সুযোগ করে দিয়েছে ব্যাবহারকারীদেরকে। আলোচিত কি-বোর্ড অ্যাপটি এখন বিভিন্ন ভাষা সমর্থন করতে পারে ফরমেটটি। এর অন্যতম ফিচার গ্লিড টাইপিং বা আঙুলের এক টানে একটি শব্দ লেখা।
আরো রয়েছে ‘জি’ বাটন সুবিধা। এই বাটনে ক্লিক করেই সাথে সাথে বিভিন্ন বিষয় সার্চ করা যাবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন