হ্যাকারদের কবলে গুগল বাংলাদেশ

  20-12-2016 12:07PM

পিএনএস ডেস্ক: পাকিস্তানি হ্যাকার গ্রুপের কবলে পড়েছিল গুগলের বাংলাদেশ চ্যাপ্টার। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাকিস্তানি হ্যাকাররা বাংলাদেশ চ্যাপ্টারের নিয়ন্ত্রণ নেয়। পরে প্রায় আধা ঘণ্টা পর ১০টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ চ্যাপ্টারের নিয়ন্ত্রণ ফিরে পায় গুগল।

হ্যাকড থাকার সময় www.google.com দিয়ে ব্রাউজ করতে গেলে হ্যাকারদের আপলোড করা একটি পেজ দেখা যাচ্ছিল।

পরে সাড়ে ১০টার দিকে www.google.com.bd তে হিট করলে দেখা গেছে একটি পাকিস্তানি হ্যাকার গোষ্ঠীর মেসেজ। ওই বার্তায় জানানো হয়- Google Bangladesh STAMPED by Team Pak Cyber Attackers.

ওখানে https://www.facebook.com/pakistan1337 ফেসবুকের লিংকও দেয়া ছিল।

ফেসবুক লিংক দেয়ার পরে সাইবার নিরাপত্তা বিষয়ক একটি বাণী `Security is just an illusion` লিখে দেয় হ্যাকাররা।আর সবশেষে লেখা ছিল ‘Pakistan Zindabad.’

তবে পৌণে ১১টার কিছু সময় আগে বাংলাদেশ চ্যাপ্টারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেয় গুগল। এরপর থেকে গুগলে ঢুকতে আর সমস্যা হচ্ছিল না।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন