৪ দিনেই ৪০ মিলিয়ন বার ডাউনলোড হল ‘সুপার মারিও রান’

  23-12-2016 12:45PM

পিএনএস ডেস্ক: চলতি বছরেরে ডিসেম্বর মাসের ১৫ তারিখ আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয় স্মার্টফোন গেম 'সুপার মারিও রান'। আর উন্মুক্তের পর প্রথম চার দিনে গেমটি ৪০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। খবর দ্য ভার্জ এর।
'
সুপার মারিও রান' গেমটি একযোগে ১৪০টি দেশে উন্মুক্ত করা হয়। তবে গেমটির কিছু অংশ বিনামূল্যে ডাউনলোডের সুযোগ দেওয়া হয়। তবে গেমারকে ৯.৯৯ মার্কিন ডলার গুণতে হবে যদি সে গেমটির সম্পূর্ণ সংস্করণ ডাউনলোড করতে চায়।

সুপার মারিও রান গেমটি দৌড়ানো ও কয়েন সংগ্রহ করার একটি খেলা, যেখানে শত্রুকে এড়িয়ে পয়েন্ট বাড়াতে হয়। জানা গেছে, গেমটিতে তিনটি মোড আছে। ওয়ার্ল্ড ট্যুর মোডে কয়েন সংগ্রহ ও একটি লক্ষে এগোতে হয়। টোড র‍্যালিতে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় এবং কিংডম বিল্ডার মোডে নিজস্ব মাশরুম কিংডম তৈরি করা যায়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন