বন্ধ হচ্ছে উইন্ডোজ এক্সপি ও ভিস্তা

  28-12-2016 12:53PM

পিএনএস ডেস্ক: একটা সময়ে উইন্ডোজ এক্সপি ও ভিস্তা অপারেটিং সিস্টেম ছিল সবার কাছে জনপ্রিয়। বর্তমান সময়ে অনেক ওয়েব ব্রাউজার ইতিমধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি ও ভিস্তা অপারেটিং সিস্টেম সাপোর্ট বন্ধ করে দিয়েছে। কিন্তু এই পুরোনো সিস্টেমে ফায়ারফক্স ব্রাউজার এই অপারেটিং সিস্টেম চলছে।

এক্সপি প্রায় এক দশকেরও বেশি আগের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। নতুন বছরে এক্সপি ও ভিস্তা থেকে সাপোর্ট তুলে নিতে যাচ্ছে মজিলা কর্তৃপক্ষ। আগামী মার্চে এক্সপি ও ভিস্তার জন্য সর্বশেষ ফিচার আনবে মজিলা। এরপর আগামী সেপ্টেম্বর থেকে পুরোপুরি এক্সপি ও ভিস্তা বন্ধ করবে সংস্থাটি।

সাপোর্ট তুলে নেওয়া মানে এক্সপিতে ফায়ারফক্স চালানো যাবে না, বিষয়টি তা নয়। সাপোর্ট তুলে নেওয়ার অর্থ হচ্ছে, ফায়ারফক্সের জন্য আর কোন নিরাপত্তা প্যাঁচ বা ফিচার আনবে না মজিলা। ফলে ওই ব্রাউজার নিরাপত্তা ঝুঁকিতে থেকে যাবে। তাই আধুনিক যুগের ইন্টারনেট পরিসেবার অভিজ্ঞতা নিতে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন