এবছর বাংলাদেশ যাদের খুঁজল গুগলে

  28-12-2016 03:04PM

পিএনএস: দেশে বছর জুড়ে মানুষের আলোচনায় ছিল নানা বিষয় আর বিভিন্ন ব্যক্তির নাম। এর প্রতিফলন পড়েছে সার্চ ইঞ্জিন গুগলে মানুষের করা সার্চ-এর মধ্যে।

গুগল ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে সারাবছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন বিষয় আর ব্যক্তির নামের তালিকা।
সবচেয়ে বেশি খোঁজা বিষয়-
১. এসএসসি রেজাল্ট ২০১৬
২. ইউরো ২০১৬
৩. বিপিএল ২০১৬
৪. এইচএসসি রেজাল্ট ২০১৬ বিডি
৫. কোপা আমেরিকা ২০১৬
৬. আইপিএল ২০১৬
৭. ইউএস ইলেকশন (মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন)
৮. পোকিমন গো
৯. অলিম্পিকস
১০. বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে (বাংলাদেশের স্বাধীনতা দিবস)
সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের নাম-
১. নব্যনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
২. ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প
৩. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হিলারি ক্লিনটন
৪. জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান
৫. ওডিআই ও টি২০ ফরম্যাটের ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ন মাশরাফি বিন মর্তুজা
৬. ডোনাল্ড ট্রাম্প-এর কন্যা ইভাঙ্কা ট্রাম্প
৭. ভারতীয় অভিনেত্রী উরভাসি রাউটেলা
৮. অস্কারজয়ী সঙ্গীতশিল্পী বব ডিলান
৯. পাকিস্তানি সঙ্গীতশিল্পী মমিনা মুস্তেহসান
১০. বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট মার্গারিতা মামুন

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন