এ বছর ৬ কোটি ট্যুরিষ্ট নিউইয়র্কে

  30-12-2016 03:14PM

পিএনএস: ৬ কোটি ট্যুরিষ্ট নিউইয়র্কে এসেছেন এ বছর । স্মরণকালের সবচেয়ে বেশি ট্যুরিষ্ট এলো এ বছর। ১৯ ডিসেম্বর সিটি প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়। বছরের অবশিষ্ট দিনগুলোতে আরো ৩০ লাখের বেশি ট্যুরিষ্ট নিউইয়র্কে আসবে বলে আশা করছেন কর্মকর্তরা।

এ প্রসঙ্গে সিটি মেয়র বিল ডি ব্লাজিয়ো বলেন, সংখ্যাগতভাবেই শুধু বাড়েনি , ট্যুরিজমের ক্ষেত্রে প্রবৃদ্ধিও বৃদ্ধি পেয়েছে আশাতীতভাবে। একই সাথে অনেক বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সিটি প্রশাসন জানায়, গত বছর নিউইয়র্কে ট্যুরিষ্ট এসেছিলো ৫ কোটি ৮৫ লাখ। এর মধ্যে ৪ কোটি ৭৬ লাখ এসেছিলেন অন্য অঙ্গরাজ্য থেকে । সিটির হোটেলে সিট ভাড়া হয় ৩ কোটি ৪৯ লাখ। গত বছর এই সিটির ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল সেক্টরে কাজ করেন ৩ লাখ ৭৫ হাজার মানুষ। আগের বছরেও চেয়ে তা ১৫ হাজার বেশি।

এ বছর সাড়ে ৯ লাখ চায়নিজ এসেছে সিটিতে। ২০০৭ সালের তুলনায় তা ৭ গুণ বেশি। তবে চায়নিজকে পেছনে ফেলে ইসরাইল এবং সুইজারল্যান্ডের ট্যুরিষ্টরা। আরো ১৩টি দেশ রয়েছে শীর্ষস্থানে অবস্থানকারী ট্যুরিষ্টের তালিকায়।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন