দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে দেশ

  02-01-2017 11:41AM

পিএনএস ডেস্ক: আগামী ২১ ফেব্রুয়ারি সিম-মি-উই-৫ বা দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হচ্ছে দেশ। আর এর মাধ্যমে দেশ আরও এক হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে।

এ বিষয়ে টেলিযোগাযোগ সচিব ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের (বিএসসিসিএল) চেয়ারম্যান মো. ফায়েজুর রহমান চৌধুরী ব্রেকিংনিউজকে জানান, সিম-মি-উই-৫ ক্যাবলটি ইতিমধ্যে পটুয়াখালির কুয়াকাটার কাছাকাছি আনা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি বিএসসিসিএল এ ক্যাবলে যুক্ত হলেও ঢাকায় বা দেশের অন্যান্য স্থানে ব্যান্ডউইথ ব্যবহার করতে ট্রান্সমিশন লিংক এখনও তৈরি হয়নি। তবে নানা জটিলতা কাটিয়ে ফেব্রুয়ারির মধ্যে সেটিও হয়ে যাবে।

এদিকে নতুন সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার আগেই সিম-মি-উই-৪ এর সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ব্যান্ডউইথের পাইকারি মূল্য আরও একবার কমানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন।

তিনি জানান, সম্প্রতি বর্তমানে চালু থাকা সিম-মি-উই-৪ কনসোর্টটিয়ামটির কিছু কারিগরি উন্নতির মাধ্যমে ক্যাবলের ক্ষমতা ২০০ জিবিপিএস থেকে ১০০ জিবিপিএস বাড়ানো হয়েছে।

মনোয়ার হোসেন জানান, মোট ব্যান্ডউইথের মধ্যে এখন মাত্র ১৭৬ জিবিপিএস ব্যবহার হচ্ছে। এর মধ্যে ভারতে রফতানি হচ্ছে ১০ জিবিপিএস। তাছাড়া দেশের ভেতরে ব্যান্ডউইথের পাইকারি পর্যায়ে দাম কমিয়ে বিক্রি বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের মার্চে বিএসসিসিএল সিম-মি-উই-৫ কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। আর গত ১৩ ডিসেম্বর সিম-মি-উই-৫ কর্তৃপক্ষ ঘোষণা করেছে সমুদ্রের তলদেশে কেবল স্থাপনের কাজ শেষ হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন