যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে

  02-01-2017 06:55PM


পিএনএস: আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এটা শুনলেই মাথায় বাজ পড়ার অবস্থা হয় আপনার।

তবে সব ফোনে নয়। কিছু পুরানো স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।

অ্যান্ড্রয়েডের পুরানো ভার্সনে এই অ্যাপ বন্ধ করে দেওয়া হচ্ছে। যার মধ্যে থাকছে আইফোন থ্রিজিএস, যদিও এই ফোনের ব্যবহার অত্যন্ত কম। ০.১ শতাংশ। এ ছাড়াও অ্যান্ড্রয়েড ২.২ ভার্সানের ক্ষেত্রেও বন্ধ করে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ। এগুলো সবই প্রায় সাত বছরের পুরানো ফোন। এমনকি উইন্ডোস ৭-এর ফোনেও বন্ধ করে দেওয়া হচ্ছে এই জনপ্রিয় অ্যাপ।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের মোবাইলে এই ভার্সানগুলি রয়েছে তাদের একটা নতুন ফোন কিনতে হবে অথবা সিস্টেম আপডেট করতে হবে। কিছু ব্ল্যাকবেরি ও পুরানো নোকিয়া হ্যান্ডসেটেও একই সমস্যা হবে।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সিস্টেম আরও পোক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এইসব ফোনে হোয়াটসঅ্যাপ বাতিল করার ফলে আরও তাড়াতাড়ি নতুন আপডেট আসবে।

উল্লেখ্য, ২০১৭-তে একটি নতুন আপডেট আসার কথা যাতে পাঠানোর পরও মেসেজ সম্পূর্ণভাবে ডিলিট বা এডিট করা যাবে।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন