ধেয়ে আসছে পৃথিবীর দিকে….

  05-01-2017 02:11AM

পিএনএস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে নিবিরু নামে একটি রহস্যময় গ্রহই ধ্বংস করবে পৃথিবীকে। এ বছর অক্টোবরেই ‘শেষের সে দিন’ আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করছেন কনস্পিরেসি থিয়োরিস্টরা।
‘প্লানেট এক্স-দ্যা ২০১৭ অ্যারাইভেল’ বইয়ের লেখক ডেভিড মিডের দাবি, ‘পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে এগিয়ে আসছে একটি গ্রহ। নিবিরু নামে একটি বৃহত্ গ্রহ। গ্রহটিকেই তিনি প্লানেট এক্স হিসেবে আখ্যা দিয়েছেন।’
সৌরজগতে প্লানেট এক্স নামক গ্রহটি নিয়ে আগেও চর্চা হয়েছে। তবে এই গ্রহটির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা দ্বিধাবিভক্ত।
কন্সস্পিরেসি থিয়োরিস্টরা বিশ্বাস করেন, কয়েক হাজার বছর আগে নিবিরু গ্রহের তীব্র মাধ্যাকর্ষণ শক্তির জেরে ক্ষতিগ্রস্থ হয় সৌরজগতের বেশ কিছু গ্রহ। মিডের বিশ্বাস, এ বছর অক্টোবরেই নিবিরু আছড়ে পড়বে পৃথিবীতে।
সূত্র: ডেইলি মেইল, দ্যা সান

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন