চমক দিতে আসছে তিন স্ক্রিনের গেমিং ল্যাপটপ

  08-01-2017 07:42PM

পিএনএস: এবার চমক দিতে আসছে তিন স্ক্রিন ল্যাপটপ। মার্কিন যুক্তরাষ্ট্রে লাস ভেগাসে সিইএস টেক শোতে দেখা মিললো তিন স্ক্রিন ফোর-কে টেকনোলজির ল্যাপটপের।

প্রজেক্ট ভ্যালেরির আওতায় এই গেমিং ল্যাপটপ তৈরি করেছে রেজার নামের একটি সংস্থা। এটা হলো ল্যাপটপটির ডেমো ভার্সন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাপটপের মূল স্ক্রিন সাধারণ ল্যাপটপের মতোই থাকবে। বাকি দুটি পর্দা মূল পর্দার দু,পাশে স্লাইড আকারে বের হবে। আর প্রতিটি স্ক্রিনের মাপ ১৭ ইঞ্চি। তবে ভাঁজ করার পর ল্যাপটপটি হবে দেড় ইঞ্চি। ল্যাপটপটি কবে বাজারে ছাড়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন