এবার ইমোজি নিয়ে তৈরি হবে সিনেমা!

  15-01-2017 10:56AM

পিএনএস ডেস্ক: সহজেই মনের ভাব প্রকাশের অন্যতম একটি উপায় হলো ইমোজির ব্যবহার। বর্তমানে সোশ্যাল সাইট থেকে শুরু করে প্রায় সব জায়গায় এর ব্যাপকভাবে ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় জটিল কোন অবস্থা কেবল একটিমাত্র ইমোজি দিয়েই পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়। সে কারণে এর জনপ্রিয়তাও তুঙ্গে। প্রতিনিয়ত ইমোজি নিয়ে নানা ধরনের কাজ হচ্ছে। কখনও বা নতুন ইমোজি আসছে আবার কখনও পুরনোগুলোকেই আপডেট করা হচ্ছে।

তবে এবার ঘটলো পুরোপুরি ব্যতিক্রমি একটা ঘটনা। জনপ্রিয় এসব ইমোজি নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। নতুন এই সিনেমার নাম ‘দ্য ইমোজি মুভি’। ছবিটি তৈরি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালক টনি লিওনডিস। সিনেমাটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে কলম্বিয়া পিকচার্স।

এই ছবিটি রিলিজ করা হবে ২০১৭ সালের ৪ আগস্ট। সবমিলিয়ে প্রাণহীন এসব ইমোজি প্রাণ ফিরে পাচ্ছে এই মুভিটির মাধ্যমে। ইতিমধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। এদিকে মুক্তি পাওয়ার পর দ্য ইমোজি মুভি দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলবে তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন ছবিটি বিভিন্ন দেশে জনপ্রিয়তা পাবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন