ভিডিও গেম নিয়ে ঝগড়া, ছোট বোনের গুলিতে বড় ভাই নিহত!

  03-02-2017 01:29PM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইওতে ১৪ বছর বয়সী এক কিশোরী তার বড় ভাইকে গুলি করে হত্যা করেছে স্রেফ ভিডিও গেম নিযে ঝগড়ার সূত্রে।

পুলিশ ডিটেকটিভ জেফ ক্লার্ককে ভাই হন্তারক কিশোরীটি জানায়, গত ডিসেম্বরে একটি ভিডিও গেমস সিস্টেম নিয়ে ভাই-বোনের ঝগড়া একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।

তখন ১৫ বছর বয়সী ভাইটি তার চেহারায় উপুর্যুপরি আঘাত করতে থাকে। এসময় তার মনে হচ্ছিল কেউ যেন বেসবল ব্যাট দিয়ে তার মুখমণ্ডলে আঘাত করছে।

এরপর সে গুলি করে হত্যা করে নিজের থেকে একবছর বেশি বয়সী ভাইকে।

লুকাস কাউন্টি কিশোর অপরাধ আদালতের বিচারক ওই কিশোরীটিকে হত্যায় দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে বলে উল্লেখ করেন। গত ডিসেম্বরে ঘটে মর্মান্তিক এই হত্যাকাণ্ড।

এপি পরিবেশিত এ খবরে অভিযুক্ত কিশোরী বা তার হাতে নিহত ভাইটির নাম উল্লেখ করা হয়নি।

বাদী পক্ষের আইনজীবীরা মামলাটি কিশোর অপরাধ আদালত থেকে সাধারণ আদালতে স্থানান্তরের আবেদন করেছেন। আগামী মার্চে অনুষ্ঠিতব্য শুনানিতে আদালত নির্ধারণ করবেন মেয়েটির বিচার প্রক্রিয়া কিশোর আদালতে না প্রাপ্তবয়স্কদের আদালতে চলবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন