১ মার্চ থেকে পুরোনো স্কাইপ চলবে না

  05-02-2017 07:46AM

পিএনএস ডেস্ক: এখনো অনেকেই ডেস্কটপ থেকে পুরোনো স্কাইপ ব্যবহার করেন। পুরোনো সংস্করণের স্কাইপ ব্যবহার বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। আগামী ১ মার্চ থেকে স্কাইপ ৭.১৬ সংস্করণ বা তার আগের পুরোনো কোনো সংস্করণ উইন্ডোজ ডেস্কটপে চালানো যাবে না। স্কাইপ ফর ম্যাক ৭.১৮ সংস্করণও বন্ধ হবে। মার্চ মাস থেকে এই সংস্করণগুলো আর লগ ইন করতে পারবেন না ব্যবহারকারী।
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ডিসেম্বর মাসে ওই দুটি পুরোনো সংস্করণ ছেড়েছিল মাইক্রোসফট।
শুক্রবার স্কাইপ টিমের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, যাঁরা পুরোনো সংস্করণের স্কাইপ ব্যবহারকারী, তাঁদের নতুন সংস্করণ হালনাগাদ করে নিতে হবে। স্কাইপ সেবা উন্নত করতে এতে নানা পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
স্কাইপ কর্তৃপক্ষের ভাষ্য, সত্যিকারের বিশেষ কিছু তৈরির জন্য চেষ্টা করছে মাইক্রোসফট এবং এটা সবে শুরু।
তথ্যসূত্র: আইএএনএস।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন