গুগল কঠোর হচ্ছে পাইরেসিতে

  10-02-2017 06:44PM

পিএনএস ডেস্ক: পাইরেসি ঠেকাতে দুনিয়ার এক নম্বর সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে কোমর বেঁধে নেমেছে অন্যরাও। ইন্টারনেট কোম্পানিগুলোর সঙ্গে সার্চ ইঞ্জিনের নতুন কোড নিয়ে আলোচনা চলছে। এর ফলে সার্চের রেজাল্ট তালিকায় পাইরেসি করা কন্টেন্ট সেবাদাতাদের ঠিকানা আসা কমে যাবে।

ফলে দুনিয়াজুড়ে হাজার কোটি মুভিপ্রেমীর অত্যন্ত প্রিয় সার্ভিস টরেন্ট ছাড়াও এ ধরনের অন্যান্য সেবাদাতাদের সহজে খুঁজে পাওয়া যাবে না আর।

ইন্টারনেট কোম্পানিগুলোর সমঝোতার ভিত্তিতে যুক্তরাজ্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কর্তৃপক্ষ আগামী ১ জুনের মধ্যে সবগুলো কোম্পানিকে নতুন নিয়মের আওতায় আসতে বলেছে। প্রসঙ্গত, ইন্টারনেট জগতে যাবতীয় পাইরেসি কর্মকাণ্ডের জন্য সবচেয়ে বেশি অভিযোগের আঙুল ওঠে সার্চ ইঞ্জিনগুলোর দিকে।

কপিরাইটধারীদের নিজেদের মেধাস্বত্ব সংরক্ষণের জন্য এসব সার্চ ইঞ্জিনের কর্মকাণ্ডের সফলতার ওপরও নির্ভর করতে হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন