পৃথিবীর খুব কাছাকাছি সবুজ ধূমকেতু!

  11-02-2017 12:03PM

পিএনএস ডেস্ক: রহস্যময় একটি সবুজ ধূমকেতু-৪৫পি সৌরমণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করতে যাচ্ছে। এই সবুজ ধূমকেতুটির নাম 'ধূমকেতু-৪৫পি'। আজ শনিবার দুপুরের পর এই ধূমকেতুটি সৌরমণ্ডল অতিক্রম করার সময় পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে যাবে বলে জানা গেছে। খবর যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার মেইলের

প্রতি পাঁচ বছর পরপর সৌরমণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করে এই ধূমকেতু-৪৫পি। কিন্তু খুব কম সময়ই তা কোনো একটি গ্রহের কাছাকাছি আসে।

তবে গবেষকরা বলছেন, ১৯৫০ সালে আধুনিক ট্র্যাকিং শুরুর পর থেকে ৪৫-পি-ই হবে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দিয়ে অতিক্রম করা ধূমকেতু। জানা গেছে, ক্ষুদ্র আকৃতির হওয়া সত্ত্বেও ধূমকেতুটি যতই কাছে আসছে, ততই উজ্জ্বল দেখা যাচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি পৃথিবীর সঙ্গে এই ধূমকেতুটির সংঘর্ষ হয়, তবে সেটি একসঙ্গে কয়েকটি পারমাণবিক বোমা বিস্ফোরণের সমতুল্যই হবে। আর তেমন যদি হয় তাহলে পৃথিবীর ওপ্র নেমে আসতে পারে ভয়াবহ দুর্যোগ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন