কর দিতে হবে রোবটকে!

  21-02-2017 07:07AM

পিএনএস ডেস্ক: উন্নত বিশ্বে মানুষের জীবন সহজ করতে নানা কাজের দায়িত্ব নিচ্ছে যন্ত্রমানব বা রোবট। আর ওই কাজে রোবটেরও উপার্জন আছে। রোবটের আয়ের ওপর কর আরোপের প্রয়োজনীয়তার কথা বলেছেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। গত শুক্রবার কোয়ার্জ নামে একটি অনলাইন পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকরা, যাঁরা ৫০ হাজার ডলার আয় করেন, তাঁদের সেই আয়ের ওপর কর আছে। তাঁদের কাছ থেকে আয়কর, সামাজিক নিরাপত্তা করসহ বিভিন্ন কর নেওয়া হয়। একইভাবে যদি রোবটও আয় করে, তাহলে তাদের ক্ষেত্রেও কর আরোপ করা যেতে পারে।’
রোবটের থেকে পাওয়া কর দিয়ে বৃদ্ধদের দেখাশোনা ও শিশুদের স্কুলে ব্যয় করা যেতে পারে বলেও জানান বিল গেটস। কোয়ার্জের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনপ্রণেতারা বোবটের ওপর কর দেওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছিলেন। কিন্তু সেই আইন বাতিল করা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন