স্টিভ জোবসের জন্মদিনে বিশেষ উপহার অ্যাপেলের

  24-02-2017 11:48AM

পিএনএস ডেস্ক:স্টিভ জোবসের স্বপ্ন ছিল এরকম একটি ক্যাম্পাস তৈরি করা। ২০১১তে ক্যালিফোর্নিয়ার সিটি কাউন্সিলের বৈঠকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। অনেকটা মহাকাশ যানের মতো দেখতে সেই ক্যাম্পাসে থাকবে প্রচুর গাছ। অনেকটা পার্কের মতো।

স্টিভের সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তার জন্মদিনেই উপহার দিতে চায় অ্যাপেল। ক্যালিফোর্নিয়ায় ২.৯ মিলিয়ন স্কোয়্যার ফুট এলাকা নিয়ে তৈরি এই নতুন ক্যাম্পাসে থাকছে হাজার আসনের একটি থিয়েটার। এর নাম দেওয়া হয়েছে স্টিভ জোবস থিয়েটার। নতুন ক্যাম্পাসের নাম দেওয়া হয়েছে অ্যাপেল পার্ক। ১২ হাজার কর্মীকে এই পার্কে স্থানান্তরিত করতে প্রায় ছয়মাস সময় লাগবে বলে অ্যাপেলের তরফে জানানো হয়েছে।

মৃত্যুর আগে পর্যন্ত এই স্বপ্নটি পূরণ করতে চেয়েছিলেন স্টিভ। তাঁর দাবি ছিল অ্যাপেলের এই ক্যাম্পাসটি দর্শনীয় স্থান হয়ে উঠবে। স্থপতিরা এই ক্যাম্পাস দেখে অনুপ্রেরণা পাবেন।বিল্ডিংয়ের বাইরেটা পুরোটাই কাঁচ দিয়ে মোড়া। স্টিভের স্বপ্ন পূরণ করে একটা নজির তৈরি করবে অ্যাপেল। এমনই দাবি সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার টিম কুকের।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন