নোকিয়া ৩৩১০'র দাম সোয়া লাখ টাকা!

  05-03-2017 11:52AM

পিএনএস ডেস্ক: কিছুদিন আগে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া বাজারে ফিরিয়ে এনেছে তাদের জনপ্রিয় মডেলের সেট ৩৩১০। দেখতে সাধারণ হলেও, অত্যন্ত টেকসই এবং সহজ-সরল ব্যবহারবিধি হওয়ার সুবাধে মোবাইল যুগের শুরুতে এটি মানুষের মন জয় করেছিল।

কিন্তু পরবর্তীতে স্মার্টফোনের আধিপত্যে সেই সেট বাজার থেকে উঠিয়ে নেওয়া হয়। তবে কিছু দিন আগেই সেই ফোনকে নতুন চেহারায় ফিরিয়ে এনেছে নোকিয়া।

পুরাতন সুবিধাগুলি তো থাকছেই, সঙ্গে যোগ হয়েছে বেশ কিছু আধুনিক ফিচার্স। নতুন চেহারার ৩৩১০ তার পুরনো জনপ্রিয়তা ফিরে পাবে বলেই আশা সংস্থার। আর এবার এই ফোনের প্রিমিয়াম সংস্করণও বেরিয়ে গেল।

কেভিয়ার নোকিয়া ৩৩১০ সুপ্রিমো পুতিন নামের এই বিশেষ সংস্করণে রয়েছে বিশেষ আভিজাত্য। এই ফোনের সেটটিকে মুড়ে দেওয়া হয়েছে সোনা দিয়ে। সেটের বাইরের অংশে খোদাই করে দেওয়া হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত। ফোনের পিছন দিকে মাঝামাঝি অংশে সোনা দিয়ে খোদাই করা হয়েছে রাশিয়ান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের মুখ।

মূলত রাশিয়ার পুতিন-সমর্থকদের জন্যই প্রস্তুত এই ফোনের মূল নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৫ হাজার টাকার মতো। চড়া দাম সত্ত্বেও রাশিয়ার জাতীয়তাবাদী মানুষজন এই ফোন কিনবেন বলেই আশা নোকিয়ার। তবে পৃথিবীর অন্যান্য অংশেও অবশ্য বিক্রি হচ্ছে এই ফোনাটি। সূত্র: এবেলা


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন