গাড়ি হয়ে যাবে ড্রোন!

  10-03-2017 12:56PM


পিএনএস ডেস্ক: রাস্তার জ্যামে বেশিক্ষণ আটকে থাকলে অনেকেই ভাবেন, ইশ গাড়িটিতে যদি পাখা লাগানো যেত তাহলে আকাশে উড়েই চলে যেতাম। এবার সে স্বপ্ন যেন সত্যি হতে চলেছে। রাস্তায় বেশিক্ষণ জ্যামে আটকে থাকলে ড্রোনের সহায়তায় সেখান থেকে উড়ে যেতে পারবেন, এমন প্রযুক্তি তৈরি করল এয়ারবাস।

বিশ্বখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস সম্প্রতি নতুন এক প্রযুক্তির ধারণা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এটি ড্রোন হিসেবে যেমন কাজ করতে পারবে তেমন গাড়ি হিসেবেও চলতে পারবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

প্রযুক্তিটির নির্মাতা এয়ারবাস হলেও এ কাজে তাদের সঙ্গে যৌথভাবে রয়েছে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইটালডিজাইন।

মূলত যাত্রী পরিবহনের জন্য একটি বেশ আরামদায়ক ক্যাপসুল থাকবে এ প্রযুক্তিতে। এ ক্যাপসুলটিতে যাত্রী উঠে বসার পর তাকে গন্তব্যে পৌঁছাতে আর সেখ নামতে হবে না। প্রয়োজনে সে ক্যাপসুলের ওপর ড্রোন সংযুক্ত হয়ে তাকে গন্তব্যে নিয়ে যেতে পারবে। আবার প্রয়োজনে বিশেষভাবে নির্মিত গাড়ির ওপরও এটি স্থাপন করে দেওয়া যাবে।

সম্প্রতি জেনেভায় এ প্রযুক্তি প্রদর্শন করেছে এয়ারবাস। এ প্রযুক্তিতে শহরের কোথাও আপনার গাড়ি আটকে গেলে ড্রোন ডেকে সে জ্যাম এড়িয়ে উড়ে চলে যাওয়া যাবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন