‘সরকারের অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দিচ্ছে ফেসবুক’

  12-03-2017 11:57AM

পিএনএস ডেস্ক: সন্ত্রাস, ধর্মীয় উসকানিসহ অন্যান্য আপত্তিকর তথ্য প্রকাশ করায় বাংলাদেশের ৮৭টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শনিবার (১১ মার্চ) জাতীয় সংসদে আমিনা আহমদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম জানান, ফেসবুকে ধর্মের নামে প্রতারণা, সন্ত্রাসের তথ্য প্রকাশ করায় গত ১৮ মাসে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আপত্তিকর বিষয়ে ১৯৬টি অ্যাকাউন্ট, পেজ বা লিংক বন্ধ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এর মধ্যে তারা ৮৭টি অ্যাকাউন্ট বন্ধ করেছে। বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের ভিত্তিতে সাড়া দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

শওকত চৌধুরীর এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ডাক বিভাগের আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৭৮ কোটি টাকা। আদায় হয়েছে ৩০১ কোটি টাকা। তবে একই সময়ে ডাক বিভাগের আয়ের পরিমাণ ছিল ২৯৪ কোটি টাকা। ব্যয় হয়েছে ৬৬৫ কোটি টাকা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন