এপ্রিলে আসছে পেপ্যাল

  21-03-2017 03:11PM

পিএনএস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার শেষে আসছে এপ্রিলে বাংলাদেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল সেবা। জানা গেছে, অল্প কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে পেপ্যাল সুবিধা চালু করতে আমেরিকাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটি চুক্তি হবে।

সোমবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সোনালী ব্যাংককে পরামর্শ দিয়েছে।

এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের রেমিটেন্স ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নওয়াব হোসেন জানিয়েছেন, পেপ্যাল সেবা চালুর জন্য সোনালী ব্যাংক ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছে। এখন ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তারা সফটওয়্যারের উন্নয়ন এবং পেপ্যালের সঙ্গে সমন্বয়ের জন্য কাজ শুরু করতে যাচ্ছে।

দেশে পেপ্যাল চালু হলে আউটসোর্সিং কিংবা ই-কমার্স এর সঙ্গে জড়িতরা ইলেক্ট্রনিক ডিভাইসের সাহায্যে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন সহজেই। দেশের সফটওয়্যার ও আইটিইএস খাতে বৈশ্বিক লেনদেনে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর হবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন