লাল-সবুজে মেতেছে গুগল ডুডল

  26-03-2017 11:07AM

পিএনএস ডেস্ক:গত বছরের মতো এবারও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সার্চ (অনুসন্ধান) ইঞ্জিনে ডুডল প্রদর্শন করা হচ্ছে। এতে সবুজের মধ্যে সাদা হরফে গুগল লেখা এবং মাঝখানে লাল-সবুজরে পোশাক পরা এক শিশু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দৌড়াচ্ছে।

ইংরেজি গুগল (Google) শব্দের তৃতীয় বর্ণ ‘o’কে লাল বৃত্ত করে দেখানো হয়েছে, যার মধ্যে সেই শিশুকে লাল-সবুজের পতাকা হাতে দেখা যাচ্ছে। শনিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে, যা ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।

এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। মূলত ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে এমন উদ্যোগ নেয় গুগল কর্তৃপক্ষ।

ডুডল- অর্থাৎ বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন