‘স্টোরিজ’ ফিচার চালু করল ফেইসবুক

  30-03-2017 06:00PM

পিএনএস ডেস্ক: প্রায় দুই মাস পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে ‘স্টোরিজ’ ফিচার চালু করল ফেইসবুক। জানুয়ারির শেষ নাগাদ শুধু আয়ারল্যান্ডে বসবাসকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।

স্ন্যাপচ্যাটের আদলে তৈরি ফিচারটির সাহায্যে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরির পাশাপাশি সেটিতে বিভিন্ন কমেন্ট বা ছবি যুক্ত করে পাঠানো যাবে।

চাইলে বিভিন্ন ধরনের ডুডল বা ছবি যুক্ত করার পাশাপাশি সেগুলোতে নকশাও করা যাবে। বিনিময় করা ছবি ও ভিডিও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছেও যাবে।

পাশাপাশি ‘ক্যামেরা’ ও ‘ডিরেক্ট’ নামে দুটি ফিচারও চালু হয়েছে ফেইসবুকে। এগুলো কাজে লাগিয়ে ডিভাইসে থাকা ছবি বা ভিডিওগুলোতে বিভিন্ন মাস্ক ব্যবহারের পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানো যাবে। ফেইসবুকের হালনাগাদ অ্যাপ কাজে লাগিয়ে এসব সুযোগ মিলবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন