যেভাবে ইউটিউবে ‘ডার্ক মোড’ চালু করবেন

  20-04-2017 02:20PM

পিএনএস ডেস্ক: আপনার যদি রাতে ইউটিউবে ভিডিও দেখার অভ্যাস থাকে, তাহলে জেনে খুশি হবেন যে, আপনার চোখ সুরক্ষিত রাখতে একটা উপায় রয়েছে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ভিডিও প্লাটফর্মটিতে গোপন ‘ডার্ক মোড’ ফিচার রয়েছে, এটি সক্রিয় করলে আপনার ব্রাউজারের ইউটিউব পেজটি অন্ধকারের সঙ্গে মানানসই হিসেবে পুরো কালো রঙের হয়ে যাবে।

ইউটিউব কর্তৃপক্ষের মতে, নতুন এই মোড রাতের বেলা ইউটিউব ব্যবহারের আদর্শ অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যেই।

নতুন ডার্ক মোড ফিচারটি ইউটিউব এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, বরঞ্চ ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই ‘_paul-’ নামক এক রেডডিট ব্যবহারকারী জানিয়েছেন, ডার্ক মোড ফিচারটি ব্যবহারের উপায়।

জেনে নিন, যেভাবে ডার্ক মোড ফিচারটি চালু করতে পারবেন।

* এক্ষেত্রে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি লেটেস্ট ভার্সনের হতে হবে (৫৭ বা তার পরবর্তী ভার্সন)।

* ডেভেলপার মেন্যু খোলার জন্য Ctrl+Shift+I চাপুন (উইন্ডোজ কম্পিউটারের ক্ষেত্রে), Option+ Command+I চাপুন (ম্যাক কম্পিউটারের ক্ষেত্রে)।

* এবার console ট্যাবে ক্লিক করুন।

* document.cookie="VISITOR_INFO1_LIVE=fPQ4jCL6EiE" এই লেখাটি পেস্ট করুন এবং এন্টার চাপুন।

* ডেভেলপার উইন্ডো বন্ধ করুন এবং ব্রাউজার রিফ্রেশ করলেই দেখতে পাবেন ইউটিউব অ্যাকাউন্টের ডান পাশের সেটিংস মেন্যুতে ডার্ক মোড অপশন যুক্ত হয়ে গেছে। যা আপনি ইচ্ছামতো যেকোনো সময় চালু বা বন্ধ করতে পারবেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন