ক্রোম ব্রাউজারে অ্যাড ব্লকার নিয়ে আসছে গুগল

  21-04-2017 11:45AM

পিএনএস ডেস্ক:ওয়েব ব্রাউজারে বিল্ট-ইন অ্যাড ব্লকার যুক্ত করার পরিকল্পনা করছে সার্চ জায়ান্ট গুগল। ফিচারটি সকল ব্যবহারকারীরা মোবাইল এবং ডেস্কটপ এ ডিফল্ট সুবিধা হিসেবে পাবে বলে ওয়াল স্ট্রিটের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে অনলাইন বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্যাট কাউন্টার এর দাবি, ক্রোম বিশ্বব্যাপী ব্রাউজার শেয়ারের শতকরা ৫২ শতাংশেরও বেশি দখল করে আছে। যেখানে গুগলের সবচেয়ে কাছের প্রতিদ্বন্ধী সাফারি ব্রাউজারের রয়েছে ১৪ শতাংশ এবং বাকিদের এর চেয়ে অনেক কম।

গুগলের বেশিরভাগ রাজস্ব আসে এই বিজ্ঞাপন থেকে। তবুও তৃতীয় পক্ষের অ্যাডব্লকার পছন্দ করছেন না প্রতিষ্ঠানটি। তবে এক্ষেত্রে গুগল সব বিজ্ঞাপনকে ফিল্টার করা হবে না বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, গুগল যদি বাস্তবেই এই পদক্ষেপ নেয় তাহলে নিঃসন্দেহে তা ব্যবহারকারীকে ভালো অভিজ্ঞতা দিবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: দ্য ভার্জ, গিজমোডো


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন