গুগলের ‘ক্লাসরুম’ উন্মুক্ত

  01-05-2017 03:49PM

পিএনএস ডেস্ক : শিক্ষা বিষয়ক সেবা ‘ক্লাসরুম’ এ বড় ধরনের আপডেট চালু করেছে সার্চ জায়ান্ট গুগল। এখন থেকে এই সেবায় যেকোনো কেউ এই প্ল্যাটফর্মে শেখাতে পারবেন।

চলতি বছরের মার্চ মাসে গুগল সবচেয়ে বড় আপডেট এনেছে এই ‘ক্লাসরুমে’। এখানে এখন থেকে যেকোনো কেউ এই ক্লাসরুমে জয়েন করতে পারবে। এমনকি এডুকেশন অ্যাকাউন্ট জি স্যুট (স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের ছাত্রদের জন্য বানিয়ে থাকে) না থাকলেও ক্লাসরুমে জয়েন করা যাবে।

নতুন আপডেটে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও এই সেবা নিতে পারবে ব্যবহারকারীরা। গুগল বলছে, ওয়েব-ভিত্তিক এই টুলটি ডিভাইসগুলোতে কাজ করবে এবং এটি প্রাপ্তবয়স্ক শিক্ষা, শখ এবং স্কুল প্রোগ্রামের পরে ক্লাস পরিচালনা করতে সাহায্য করতে পারবে। যারা তাদের ব্লগ এবং ইউটিউব চ্যানেলের টিউটোরিয়ালের চেয়ে আরও বেশি কিছু করতে চান তাদের এখানে আসা উচিত, যাতে তারা পাঠ্যগুলির মাধ্যমে অগ্রগতি জানার জন্য ছাত্রদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং বিভিন্ন রিসোর্স যুক্ত করে দিতে পারবেন।

সূত্র: দ্য নেক্সট ওয়েব, টেক ক্রাঞ্চ


পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন