ইউটিউব ব্যবহারকারীদের জন্য নতুন ডিজাইন

  04-05-2017 10:57AM

পিএনএস ডেস্ক: ইউটিউব তাদের ওয়েবসাইটে নতুন ডিজাইন নিয়ে পরীক্ষা শুরু করেছে। ম্যাটেরিয়াল ডিজাইনের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটের রিডিজাইন করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে ইউটিউবের ব্যবহারকারীর অভিজ্ঞতা বিভাগটির প্রধান ফ্রেড গিলবার্ট বলেন, প্রতিষ্ঠানটি আরও অনেক ভিডিও সহজে আবিস্কারের জন্যই পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও এখানে সাইড বার মেন্যু সরিয়ে নেয়া হয়েছে এবং বাম পাশে উপরে ইউটিউব লোগো আরও ছোট করা হয়েছে।

ব্যবহারকারীরা নতুন ডিজাইন ব্যবহার করে দেখতে পারবেন। আর ভালো না লাগলে পুরনো ডিজাইনে ফিরে যাওয়ার সুযোগও রয়েছে। নতুন ডিজাইনে ইউটিউব ওয়েবসাইটকে ইউটিউব টিভির মতো মনে হবে।

সূত্র: ম্যাশেবল


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন