ইনস্টাগ্রাম চালু হলো ‘ফেইস ফিল্টারস’!

  18-05-2017 04:05PM

পিএনএস ডেস্ক: স্ন্যাপচ্যাটের আদলে ‘ফেইস ফিল্টারস’ ব্যবহারের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। এ ফিচার কাজে লাগিয়ে ছবিতে থাকা বিভিন্ন ব্যক্তির চেহারায় কৃত্রিমভাবে সানগ্লাস, কান বা মালা যোগ করা যাবে।

স্মার্টফোনের সামনে বা পেছনের যেকোনো ক্যামেরা দিয়ে ছবি তুলে অ্যাপটির ক্যামেরা ইন্টারফেসে ক্লিক করে পছন্দের ফিল্টার যুক্ত করা যাবে। এসব ছবি আবার বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে। একই সঙ্গে ‘ভিডিও রিউইন্ড’ সুবিধাও চালু করেছে ছবি বিনিময়ের এ অ্যাপটি।

নতুন এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সানগ্লাস থেকে শুরু করে কোয়ালা কান এমন ৮টি অবজেক্টের একটি দিয়ে চেহারা সাজাতে পারবেন। ইনস্টাগ্রামের ১০.২১ সংস্করণ কাজে লাগিয়ে এসব সুবিধা ব্যবহার করা যাবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন