‘পৃথিবীবাসীকে বিকল্প গ্রহ খুঁজতে হবে’

  31-05-2017 10:02PM

পিএনএস ডেস্ক :আগামী এক হাজার বছর নয়, একশ বছরের মধ্যেই পৃথিবীবাসীকে বসবাসের জন্য বিকল্প গ্রহ খুঁজতে হবে বলে জানিয়েছেন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। লন্ডনে একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

খুব শিগগিরিই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে বলে জানান হকিং। মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিকল্প গ্রহে বসবাসের জন্য প্রযুক্তিগত বাধা দূর করা সম্ভব বলেও জানান তিনি।

এর আগে, গত নভেম্বরে এক সাক্ষাৎকারে এক হাজার বছরের মধ্যে পৃথিবী বসবাসের অনুপযোগী হবে বলে মত দিয়েছিলেন তিনি।

ক্রমান্বয়ে শিল্পায়ন বৃদ্ধির ফলে আশঙ্কার চেয়েও দ্রুতগতিতে বিষাক্ত কার্বন গ্যাস নিঃসরণ হচ্ছে- জানিয়ে, বসবাসের জন্য দ্রুত বিকল্প গ্রহের সন্ধানের গুরুত্ব তুলে ধরেন হকিং।


পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন