সূর্যে অভিযান চালাচ্ছে নাসা!

  03-06-2017 03:16PM

পিএনএস ডেস্ক:চাঁদ এবং অন্যান্য গ্রহ জয়ের পর এবার সোজাসুজি সূর্য অভিযান চালাচ্ছে নাসা। আগামী বছর ৩১জুলাই সূর্যের কাছে পৌঁছাতে চলেছে নাসার একটি বিশেষ স্পেশক্রাফট।

আজ থেকে প্রায় ৬০বছর আগেই সোলার উইন্ডের সন্ধান পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী ইউগেনে পার্কার। এই সম্পূর্ণ বিষয়টিই জানিযয়েছে ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে।

এই নতুন স্পেসক্রাফটটি আয়তনে খুবই ছোট। এই স্পেশক্রাফটটিতে রয়েছে একাধিক নতুন প্রযুক্তি। এটিই সবকটি গ্রহের সমস্ত রহস্য সমাধান করতে সক্ষম। এমনকি এই বিশেষ সৌরমণ্ডলটি কেন এত গরম সেই সমস্যাটিরও সমাধান করতে পারবে এই বিশেষ এয়ারক্রাফটটি।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালেই প্রথম রোবোটিক স্পেশক্রাফট সূর্যে পাঠাবে তারা। জ্বলন্ত সূর্যের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তার ৬০ লাখ কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করবে এই মহাকাশযান। এই অভিযানের নাম দেওয়া হচ্ছে ‘সোলার প্রোব প্লাস মিশন’। পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যের কাছে গিয়ে ওই যান জেনে আসবে যে, কেন সূর্যের আবহাওয়া যতটা উত্তপ্ত, সূর্যের তল ততটা নয়।

নাসার এই বিশেষ প্রজেক্টটির নাম হেলিওফিজিক্স। বিশেষ ফিজিক্স ল-এর মাধ্যমে এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন