সূর্য থেকে অধিক তাপমাত্রার গ্রহের সন্ধান মিলেছে

  06-06-2017 04:26PM

পিএনএস ডেস্ক : পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত গ্রহের সন্ধান পওয়া গেছে বলে জানিয়েছে বিজ্ঞান সাময়িকী ‘জার্নাল ন্যাচার’। মঙ্গলবার প্রকাশিত তাদের এক স্টাডি প্রতিবেদনে এই কেইএলটি-৯বি নামে গ্রহটির নাম প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহিয়ো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্কট গুডি বলেন, আমরা যে গ্রহটির সন্ধান পেয়েছি তা এখন পর্যন্ত সন্ধানকৃত গ্রহগুলোর মধ্যে সবচেয়ে গরম। যার তাপমাত্রা চার হাজার তিনশ’ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রহটি জুপিটার থেকে ২.৮গুন বড়। স্কট গুডি বলেন, আমরা মহাকাশে প্রতিনিয়ত গ্রহ উপগ্রহের সন্ধান করছি। কারণ যদি আমরা কখনো পৃথিবীর মত একটি গ্রহের সন্ধান পাই। তবে এই গ্রহের সন্ধান আমাদের কাছে অনেক গুরত্বপূর্ণ। যার ফলে আমরা ধারণা পাচ্ছি মহাকাশে পৃথিবীর মত গ্রহের থাকার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, এই গ্রহটি সূর্য থেকে কয়েক গুন বেশি উত্তপ্ত। আর এটির বয়স প্রায় ৩০০ মিলিয়ন বছর।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন