তিন লাখ বছর আগেই পৃথিবীতে গোড়াপত্তন হয় মানুষের!

  08-06-2017 03:19PM

পিএনএস ডেস্ক : বিভিন্ন গবেষণায় এটা প্রতিষ্ঠিত যে, দুই লাখ বছর আগে পৃথিবীতে গোড়াপত্তন হয় মানবজাতির। কিন্তু নতুন একটি গবেষণায় এমন বক্তব্য এখন প্রশ্নের মুখোমুখি। কারণ মরক্কো থেকে মানুষের জীবাশ্ম উদ্ধার করা হয়েছে যা প্রায় তিন লাখ বছরের পুরোনো।

এ সংক্রান্ত করা গবেষণাটি নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে দাবি করা হয়, মানবজাতির ইতিহাস নতুন করে লেখার সময় এসেছে।

মরক্কোর মারাকেশ শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি পুরোনো খনি থেকে ওই জীবাশ্মগুলো উদ্ধার করা হয়। নির্জন পার্বত্য এলাকার ওই খনিতে বেশ কয়েকবছর জুড়ে খনন কাজ চালানো হয়েছিল। প্রত্নতত্ত্ববিদরা জেবেল আয়ারহুড নামক ওই স্থান থেকে পাঁচ ব্যক্তির হাঁড় খুঁজে পান। তারা জানতেন, এগুলো বেশ পুরোনো। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর দেখেন একটি দাঁত ও হাড়ের সঙ্গে যুক্ত পাথুরে পদার্থ প্রায় তিন লাখ ১৫ হাজার বছর আগের। (গার্ডিয়ান ও বিবিসি অবলম্বনে)

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন