সনির ১০ লাখ ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বিক্রি

  10-06-2017 02:40PM

পিএনএস ডেস্ক:ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান সনি ১০ লাখ ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট বিক্রি করেছে। ভিআর হেডসেট বিক্রি তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন সনির এক কর্মকর্তা। খবর বিবিসি।

সনির ভিআর হেডসেটের মূল্য ৩৯৯ ডলার। এটি ফেসবুক এবং এইচটিসির ভিআর হেডসেটের চেয়ে সস্তা। ফলে তাদের ভিআর বেশি বিক্রি হচ্ছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট এর কর্মকর্তা পিয়ার্স বলেছেন, সনির ভিআর বিক্রির শীর্ষে রয়েছে কারণ এটি দামে সস্তা। এছাড়া সনির পিএস৪ গেইমিং কনসোলের ছয় কোটির বাজারও এর একটি কারণ।

আইডিসি সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী মোট ২০ লাখ ভিআর হেডসেট সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকের ভিআর হেডসেট অকুলাস রিফটের মূল্য ধরা হয়েছে ৫৯৯ ডলার। অন্যদিকে এইচটিসি ভাইভের বিক্রি মূল্য ৭৯৯ ডলার।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন