ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট হ্যাকারদের কবলে

  15-06-2017 06:59PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ওয়েবসাইট ঢুকতে গিয়ে হ্যাকারের নোটিস দেখেছে একজন ব্যবহারকারী।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ওই ওয়েবসাইটে (http://tourismboard.gov.bd/) গিয়ে দেখা যায়, সেখানে কালো প্রচ্ছদপটে ঝুলছে হ্যাকারের বার্তা।

হ্যাকার তার টুইটার অ্যাকাউন্টের লিংকও ওয়েবসাইটে দিয়ে রেখেছেন।

২০১২ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নতুন ওয়েবসাইট চালু করা হয়। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, যোগাযোগ ব্যবস্থা ও ট্যুরিজম এজেন্সির তথ্য রয়েছে সেখানে।

ওয়েবসাইট ঠিক করতে ট্যুরিজম বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কি না- সে বিষয়ে তাদের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বোর্ডের একজন কর্মকর্তা জানান, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা দুজনই দেশের বাইরে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন