হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ ফিরিয়ে আনা যাবে

  01-07-2017 09:58AM

পিএনএস ডেস্ক: হোয়াটসঅ্যাপ পৃথিবীর প্রায় সব মানুষের প্রথম পছন্দের চ্যাটিং অ্যাপ। তাই নানা ধরনের আপডেট আসতেই থাকে এই অ্যাপে। তবে এবার যে নতুন বৈশিষ্ট্য আসতে যাচ্ছে, তা সত্যিই চমকপ্রদ। এবার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেওয়ার পরও তা এডিট করা যাবে। এমনকি সেই ‘GIF’, ইমোজি, ও মেসেজ ফিরিয়ে আনা যাবে।

ঠিক যেভাবে জিমেইলের undo email বৈশিষ্ট্যটি কাজ করে, ঠিক সেভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। জিমেইলে কোনো মেইল পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে সেটা ফিরিয়ে নেওয়া যায়।

জানা গিয়েছে, রিকল অপশন সিলেক্ট করলে তা অন্য প্রান্তে থাকা স্মার্টফোন থেকেও ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.১৭.১.৮৯৬-এ এই অপশন থাকবে। রিপ্লাই, স্টার, ফরওয়ার্ড, ডিলিট, মেসেজ, স্পিক -এইসব অপশনের মতোই থাকবে রিভোক অপশনও। তবে যাকে মেসেজটি পাঠিয়েছেন তিনি যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্তই রিভোক করা যাবে। মেসেজ একবার “সিন’ হয়ে গেলে আর অপশন কার্যকর হবে না।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন