মূত্র থেকে দিয়ে চার্জ হবে স্মার্টফোন!

  03-07-2017 05:18AM

পিএনএস ডেস্ক: ব্রিটেনের ব্রিস্টলের একটি গবেষণাগারে বিজ্ঞানীরা চেষ্টা করে কিভাবে মূত্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা নিয়ে। এর অংশ হিসেবে সেখানে নেয়া হয়েছে অনেক সিলিন্ডার যেগুলো ভর্তি করা হচ্ছে বর্জ্য পানি ও মূত্র। আর সেখান থেকেই তৈরি হচ্ছে ইলেকট্রন নামক উপাদান যা দিয়ে তৈরি হতে পারে বিদ্যুৎ।

এ থেকে যা বিদ্যুৎ আসবে তা দিয়ে অন্তত পক্ষে চার্জ দেয়া যাবে স্মার্ট ফোন এবং জ্বালানো যাবে কয়েকটি লাইট। তবে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে একটি বিশেষ ডিভাইস যার মাধ্যমে মূত্র থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ।

জৈব প্রকৌশলীরা এ নিয়ে এখন ব্যাপক উৎসাহে কাজ করছেন ব্রিস্টল রোবোটিকস ল্যাবরেটরিতে। বায়োএনার্জির অধ্যাপক ইয়ানিস লেরোপোলস বিবিসিকে বলেন বর্জ্য পানি ও মূত্র থেকে যে উপাদান পাওয়া প্রয়োজন ছিলো সেটি তারা (গবেষকরা) পেয়েছেন।

গবেষণাগারে একটি প্যাকেটে দু লিটারের মতো মূত্র রাখা হচ্ছে আর সেখান থেকে তৈরি হতে পারে ৩০ থেকে ৪০ মিলিওয়াটস বিদ্যুৎ। বিজ্ঞানীরা বলছেন, এটুকু বিদ্যুৎই আসলে একটি স্মার্ট ফোন ধীরে ধীরে চার্জ দেয়ার জন্য যথেষ্ট। বা বাথরুমে যে কটি লাইট থাকে সেগুলোর জন্য এটুকু বিদ্যুৎ হলেই চলবে। গবেষণা দলটি এ মাসের শেষের দিকে এর একটি পরীক্ষাও চালাবে বলে জানিয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন