মানুষের মনের কথা বুঝতে পারবে যে যন্ত্র!

  07-07-2017 01:25AM

পিএনএস ডেস্ক:মানুষের মনের কথা বুঝতে পারবে এবার এমন যন্ত্র আবিষ্কার করলো বিজ্ঞানীরা। তাদের দাবি উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র দিয়ে মানুষের মনের কথা বোঝা যাবে।

বিজ্ঞানীরা ‘মাইন্ড রিডিং’ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সিস্টেম উদ্ভাবন করেছেন। এই যন্ত্র ব্রেনের কার্যকলাপ পরিমাপ করে মানুষের মনের কথা বুঝতে পারবে। এজন্য ব্রেন সিগন্যালকে ডিকোড করবে যন্ত্রটি।

এই যন্ত্রের উদ্ভাবনী দলের অন্যতম সদস্য মার্কেল। যিনি গবেষণা করেন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে। তিনি বলেন, অবশেষে আমরা ব্রেনের সিগন্যাল ডিকোড করে মানুষের মনের কথা বুঝতে পারব এমন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। যেটি মানুষের মনের এফএমআরআই সিগন্যালকে ডিকোড করতে সক্ষম।

বিজ্ঞানীরা দাবি করছেন তাদের উদ্ভাবিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্তের সূচনা করবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন