নড়াচড়াতেই চার্জ হবে স্মার্টওয়াচ

  09-07-2017 11:33PM

পিএনএস ডেস্ক: স্মার্টওয়াচগুলোর জন্য একটা বড় সসম্যা হয়ে আছে এর ব্যাটারি। স্মার্টফোনের মতো এরও চার্জ খুব বেশি সময় থাকে না। অনেকের ক্ষেত্রেই শেষ পর্যন্ত দেখা যায়, সারাদিনই তাদের চার্জ দিয়ে যেতে হয়।

এ সমস্যা দূর করতে সিকুয়েন্ট স্মার্টওয়াচের জন্য কাইনেটিক ব্যাটারি সিস্টেমের ব্যবস্থা করছে। ঘড়ির ব্যাটারি চার্জের জন্য এ ব্যবস্থা অন্য অনেক ঘড়িতেই ব্যবহকার করা হলেও স্মার্টওয়াচের জন্য এটি নতুন একটা ঘটনা।

সিকুয়েন্ট তাদের এপোনিমাস স্মার্টওয়াচে যে ব্যাটারি ব্যবহার করছে তা চার্জ হবে নড়াচড়ার উপর। এ ফোনে যেসব ফিচার থাকছে তার মধ্যে রয়েছে- হার্ট রেট সেন্সর, অ্যাকটিভিটি ট্র্যাকার, জিপিএস, ব্লুটুথ। এ ছাড়া নোটিফিকেশন সিস্টেমও রয়েছে এ ঘড়িতে।

তবে কাইনেটিক ব্যাটারি সিস্টেমে এ ঘড়িগুলো আসলে কতক্ষণ চলবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন