হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান!

  19-07-2017 09:34AM

পিএনএস ডেস্ক: হোয়াইটসঅ্যাপ গ্রাহকদের সাবধান থাকতে বলা হয়েছে। এই অ্যাপের নামে একটি ভুয়া মেসেজ পাঠিয়ে প্রতারকরা গ্রাহকদের কাছ থেকে ব্যাংকের তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে।

সম্প্রতি, যুক্তরাজ্যের ফ্রড অ্যান্ড সাইবার সিকিউরিটি সেন্টার থেকে একটি সতর্ক বার্তা জারি করা হয়।

সে দেশে একটি বিশেষ বার্তা (মেসেজ) পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের ব্যাংকের তথ্য চুরি করা হয়েছে। তারপর তাদের ব্যাংকে গচ্ছিত অর্থ হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র। এ খবর জানার পর পরই সেই ভুয়া বার্তার স্ক্রিনশট দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

কেউ যদি এই মেসেজটি পান তবে মেসেজটিকে এড়িয়ে যেতে বলা হয়েছে। গ্যাজেটস নাও অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন