স্যামসাং ৬জিবির ফ্লিপফোনে থাকছে নতুন চমক! কি থাকছে জানেন?

  02-08-2017 02:09PM


পিএনএস ডেস্ক: স্যামসাং এর নয়া চমক ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রসেসর অ্যাড করে ফ্লিপ ফোন তৈরি করছে এই সংস্থা। নতুন এ ফ্লিপ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর থাকবে বলে অনলাইনে গুজব উঠেছে। এতে ৬জিবি র্যামও থাকবে বলে শোনা যাচ্ছে। স্যামসাংয়ের ডব্লিউ সিরিজে নতুন এ ফ্লিপ ফোন যুক্ত হচ্ছে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুসারে ফ্লিপ ফোনটির কোড নম্বর ‘এসএম-ডব্লিউ২০১৮’। এতে ৬৪জিবি ইনবিল্ট স্টোরেজ থাকবে বলেও শোনা গিয়েছে। এর আগে ৬জিবি র্যামে গ্যালাক্সি এস৮ প্লাস এবং সি৯ প্রো বাজারে ছেড়েছে স্যামসাং।

চিনা মোবাইল সার্টিফিকেশন ওয়েবসাইট টিনার তথ্য অনুযায়ী, ফ্লিপ ফোনটিতে দুটি ৪.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে। সেকেন্ডারি ডিসপ্লেটি ফোনটির বাইরের অংশে থাকবে। ফলে ফোন বন্ধ থাকা সত্ত্বেও সেকেন্ডারি ডিসপ্লে থেকে কন্টেন্ট দেখা যাবে। ফোনটিতে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। তা ছাড়া এতে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিও থাকবে।

দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য বাজারে ডব্লিউ২০১৮ নামের নতুন এই ফ্লিপ ফোন ছাড়তে পারে স্যামসাং। তবে বর্তমানে গ্যালাক্সি নোট ৮ ফ্যাবলেট নিয়েই ব্যস্ত আছে স্যামসাং। ডিভাইসটি ২৩ আগস্ট আত্মপ্রকাশ হতে পারে বলে টেক ওয়ার্ল্ডে কানাঘুষো চলছে। সূত্র: কলকাতা24X7

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন